শিরোনাম :

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর শাখার মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর শাখার উদ্যোগে বর্তমান বাংলাদেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব হযরত মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারকে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীসহ ইসলাম বিরোধী এবং পরাজিত শক্তি প্রেতাত্মাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় বিকল্প পন্থায় পত্যাহারের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি পদত্যাগে বাধ্য করার জন্য শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে। নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলগুলোর বিশিষ করে সমমাননা ইসলামী দল ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি করার লক্ষ্যে সকল ইসলামী দলগুলোর দায়িত্বশীল এবং নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির পক্ষ থেকে ঐক্যের সুদিঢ় প্রাচীর রচনা জন্য সর্বাত্মক প্রচেষ্টা এবং সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর এর সেক্রেটারি হযরত মাওলানা জুবায়ের আহমদ খান, জয়েন্ট সেক্রেটারি ক্বারি মৌলবী মুশাররফ হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ ফখরুজ্জামান। এছাড়াও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain