শিরোনাম :
নগরীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই ছাত্রলীগ নেতা আটক সিলেটে প্রাইভেটকারে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৯-আটক-১ লুয়েট শিক্ষার্থী সহায়তা তহবিল বিতরণ বিয়ানীবাজারে তিলপাড়া ইউনিয়নে বিএনপির জনসভা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ,দ্রুত নির্বাচনের দাবিতে ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইট এর প্রতিবাদ সভা অনুষ্টিত আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেটের মতবিনিময় ২৩শে নভেম্বর সিলেটে জমিয়তের গণসমাবেশ সফল করুন-সিলেট মহানগর জমিয়ত গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেট সদর টুকেরবাজার ইউনিয়ন জামায়াতের সমাবেশ গোয়াইনঘাটে সেলিমের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বিয়ানীবাজারে তিলপাড়া ইউনিয়নে বিএনপির জনসভা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার দোসরদের দমন করতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকল্প নেই। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার টেকসই হবেনা। সংস্কারের অজুহাতে সময়ক্ষেপন ও নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের দোসররা ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। এব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি সোমবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও ১ম যুগ্ম সম্পাদক এবাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক তাতীবিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, উপজেলা সহ-সভাপতি ফয়সল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান চেয়ারম্যান প্রমূখ।

বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, কামাল আহমদ মেম্বার, নাজিম উদ্দিন, জামিল আহমদ, মানিক মিয়া, জাকারিয়া আহমদ, শাহীন উদ্দিন, হোসেন আহমদ মেম্বার, জয়নাল আবেদীন, আফজাল উদ্দিন, আব্দুস শাকুর, এমরান চৌধুরী, সাইদুর রহমান, মুন্না আহমেদ, আবু ফাহিম ও আব্দুল খালিক প্রমূখ।

সভায় তিলপাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain