শিরোনাম :
ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী সিটি ফাউন্ডেশনের সৌজন্যে সাবেক শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন মিটার পাঠক ও বিতরণকারী ঐক্য পরিষদের সংবর্ধনা সিলেটে পাথর কোয়ারী বন্ধে কর্মহীন লাখো শ্রমিক-সারাদিন ঘুরওে মিলছে না বিকল্প কর্মক্ষেত্র সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের অভিভাবক মতবিনিময় সভা চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন সিলেটে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানা জামায়াতের কর্মী সমাবেশ বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবী মিলনমেলা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান সিলেট মহানগরীর নাইওরপুলস্থ হোটেল সিলভিউ’র হলে শনিবার ১৬ নভেম্বর ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা হাফিজ মাও: মো: ছালিম আহমদ খান এর সভাপতিত্বে, মোফাজ্জল আহমদ নোমান ও ইমদাদ ইভান এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো:রিয়াজ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন খাজা ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সংগঠক মাও: সাদিক সালীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত শাহপরান (রহ) উচ্চ বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক এডভোকেট মাহবুবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী হাছিবুর রহমান জুয়েল, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী, আবিদ হোসেন খান, সমাজসেবক ও সংগঠক নূরে আলম সিদ্দিক, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদ বাবু রাজ , ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রধান সমন্বয়ক আল মেজবা রায়হান প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠান মালায় বিভিন্ন ক্ষেত্রে মানবিক কাজে অবদান রাখায় সারা বাংলাদেশ থেকে বাছাই করা ৩৫ টি মানবিক সংগঠনকে ও রক্তদান কর্মসূচিতে অবদান রাখায় ১০৫ জন মানবিক কর্মীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বেচ্ছাসেবা এমন এক কাজ যা ব্যক্তিকে মানবিক করে এবং সমাজকে মানবিক হতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি এতগুলো তরুণ একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে দেখে সত্যি অবাক করেছে আমাদের।’ এই তরুণদের কাজে উৎসাহ দিতে সম্মাননা আয়োজন করায় ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain