অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) ক্ষুড়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে অভিযানিক টিমের উপর হামলার ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যায় রজ্জুপথ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে। নিরাপত্তা জনিত কারনে তাৎক্ষণিকভাবে অভিযান বাতিল করে অবস্থান ত্যাগ ভ্রাম্যমাণ আদালত টিম।
সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে রোপওয়ের পাশে যাওয়া মাত্রই বালু ও পাথর উত্তোলনকারীরা ঢিল ছুঁড়তে তাকে। ছোঁড়া ঢিলে ভূমি অফিস ও পুলিশ দুই সদস্য আহত হোন।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ প্রতিবেদককে বলেন, অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। সেখানে পৌছাতে সন্ধ্যা হয়ে যায়। এসময় পাথর দিয়ে ঢিল ছুঁড়ে দুষ্কৃতকারীরা। পরে সেখান থেকে আমরা চলে আসি।