শিরোনাম :
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামবো না-ডাঃ শফিকুর রহমান স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি: কমিশনার বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের

দক্ষিণ সুরমায় উৎসবমূখর পরিবেশে লিট্‌ল স্টার মেধাবৃত্তি পরীক্ষা-২৪ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লিট্‌ল স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গত (৬ই ডিসেম্বর) সকালে লিট্ স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ক্যাম্পাসে পূর্বনির্ধারিত সময়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় দক্ষিণ সুরমা উপজেলার ১৫টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে উৎসবের আমেজ তৈরি হয়। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং লিট্‌ল স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ভূয়সী প্রশংসা করেন।
অভিভাবকরা বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরনের জ্ঞানমূলক আয়োজন আরো বেশি পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী ও প্রতিযোগী হবে।” তারা এর ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানান।
পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন লিট্‌ল স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ মো: সমুজ মিয়া, সদস্য মো: আজাদ হোসেন, ছয়ফুল ইসলাম ও আবুল খায়ের সুমন প্রমুখ।
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল বলেন, “বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান প্রজন্মের মেধা বিকাশের জন্য বৃত্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করায় লিট্‌ল স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের পরিচালনা কমিটি ও শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ। মেধাবী শিক্ষার্থীরা এদেশের বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ভবিষ্যতে এই মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেবে।” প্রতিবছর এরকম মেধাবৃত্তি পরীক্ষা নেয়ার জন্য তিনি পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলীকে আহবান জানান ।
লিট্‌ল স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আহাদ আলী বলেন, “সরকারি পর্যায়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের মেধা মুল্যায়ন প্রায় হারিয়ে যাচ্ছে। মেধার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যেই মূলত এই আয়োজন করা হয়েছে।” আগামী ১৬ই ডিসেম্বর পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিরতণ করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain