আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভস্থলের কাছে ট্রাক চাপায় তিন নারী নিহত হয়েছেন। দ্রুত গতির ট্রাকটি রোড ডিভাইডারের উপর উঠে গেলে দুই নারী ঘটনাস্থলে এবং অপর একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অটো রিকশার অপেক্ষায় রোড ডিভাইডারের উপর বসে ছিলেন ওই তিন নারী। সেই সময় ট্রাক তাদের চাপা দেয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত তিন নারী পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটেছে তিকরি সীমান্তের কাছে। সেখানে প্রায় ১১ মাস ধরে ভারতের নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছে পাঞ্জাব, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যের কৃষকেরা।