অর্থনৈতিক শুমারি-২০২৪’ উদ্বোধন উপলক্ষে সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের বর্ণাঢ্য র‌্যালি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর উদ্বোধন উপলক্ষ্যে সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফেস্টুন এবং বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। পরে র‌্যালিটি নগরীর বন্দরবাজার, জিন্দাবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক সুবর্ণা সরকার, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় সিলেটের যুগ্ম পরিচালক ও বিভাগীয় শুমারি/জরিপ কমিটির সদস্য সচিব মো.সাহাবুদ্দীন সরকার, জেলা পরিসংখ্যান অফিস সিলেটের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কামাল উদ্দিন, পরিসংখ্যান অফিসার মিন্টু সরকার, পরিসংখ্যান অফিসার মোস্তফা মাহাবুব ইফতেকার চৌধুরী, পরিসংখ্যান অফিসার সুব্রত রঞ্জন হাজরাসহ সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আওতাধীন বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কাউট প্রতিনিধি, অর্থনৈতিক শুমারি-২০২৪ এ নিয়োজিত বিভিন্ন জোনের গণনাকারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী প্রমুখ।
র‌্যালি শেষে বিভাগীয় পরিসংখ্যান অফিস, সিলেটের যুগ্ম পরিচালক মো. সাহাবুদ্দীন সরকার বলেন, সিলেট বিভাগের প্রতিটি অর্থনৈতিক ইউনিটকে অর্থনৈতিক শুমারি-২০২৪ এ কাউন্ট করা হবে। যদি কোন অর্থনৈতিক ইউনিট বাদ পরে তাহলে তারা সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসে তা অবহিত করবেন। তিনি এ প্রসঙ্গে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর মূল শুমারির তথ্যসংগ্রহ কার্যক্রম ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’ ব্যবহার করে ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ দেশব্যাপি অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হবে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain