শিরোনাম :
বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত নির্বাচনের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের মানববন্ধন নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

শহীদ জিলুর পরিবারকে তারেক রহমানের উপহার সামগ্রী প্রদান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::  সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বলে গত ১৫ বছর দেশে গুম, খুন ও অপহরণের রাজত্ব কায়েম করেছিল। ক্ষমতাকে আকড়ে রাখতে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকারকো হরন করেছিল। যুবদল নেতা শহীদ দিলু আহমদ জিলুকে দলীয় কর্মসূচি পালন কালে পুলিশ ধাওয়া দিয়ে হত্যা করেছে। শুধুমাত্র শহীদ জিলুই নন, এরকম হাজারো জিলুর রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নৎসাত হতে দেয়া যাবে না। তাই ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাদেরকে ঐকবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

রোববার বিকেলে লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের সহযোগিতায় গণতান্ত্রিক আন্দোলনের নিহত যুবদল নেতা শহীদ দিলু আহমদ জিলুর পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদানকালে তাৎক্ষণিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দলোর প্রতিটি নেতাকর্মীর খোঁজ রাখেন। দলের সর্বস্তরের কর্মীকে নিজের পরিবারের সদস্য মনে করেন। তিনি দলের সকল কর্মীর সুখে, দুঃখে পাশে থাকেন। এমন নেতার কর্মী হতে পেরে আমরা গর্বিত।

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন,ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট যুবদলের যুগ্ন সম্পাদক লিটন আহমদ,ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা,সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ মুন্না, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফয়েজ আহমেদ,ইটালী প্রবাসী ময়েজ আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain