শিরোনাম :
আগামী শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের ২৫ এলাকায় জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন ’উপরপাড়া ফুটবল প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর এর প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত সিলেটে আল কোরআন শিক্ষা পরিষদের উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান ছাত্রনেতা সোহাগ ভুইয়া’র প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান “ যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই-আশিক চৌধুরী জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে মূল স্রোতে ফিরবে ক্রীড়াঙ্গন: কয়েস লোদী সাংবাদিক তুরাব হত্যা : রিমান্ডে কী তথ্য দিলেন দস্তগীর? আবেদনময়ী পূজা

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।মোহাম্মদ আল মামুন বলেন, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৫ জন সফরসঙ্গী থাকছেন। তাদের মধ্যে রয়েছেন- বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিথ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।

এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এই সফরে বেগম খালেদা জিয়া ভিআইপি প্রটোকল পাবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain