শিরোনাম :
বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত নির্বাচনের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের মানববন্ধন নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

বাবৌযুপ-উখিয়ার উদ্যোগে গুণিজন সম্মাননা ও সম্মেলন সম্পন্ন, সভাপতি-পলাশ, সম্পাদক -মধু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া’র উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, গুণিজন সম্মাননা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বৎসরের (২০২৫-২০২৭) জন্য ১০ সদস্যের কর্ম পরিষদ (আংশিক) ঘোষণা করেন জাতীয় কমিটির নেতৃবৃন্দ।
বাবৌযুপ-উখিয়া’র নতুন কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ বড়ুয়া, সহ-সভাপতি যথাক্রমে- প্রভাত বড়ুয়া, শিক্ষক হিমু বড়ুয়া, শিক্ষক মৃদুল বড়ুয়া, সাধারণ সম্পাদক- মধু বড়ুয়া, সহ-সম্পাদক হলেন- জয়বর্ধন বড়ুয়া, রানা বড়ুয়া, কোষাধ্যক্ষ-শিপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক- দীপন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক- রাজীব বড়ুয়া রাজু। উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে ৩৫ জনের পূর্ণাঙ্গ পরিষদ গঠন করে আঞ্চলিক/জাতীয় কমিটির বরাবরে জমা করতে হবে। এমনটি জানিয়েছেন জাতীয় কমিটি মহাসচিব ও প্রধান অতিথি প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।
শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪ খ্রি) সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা ৭১ কনভেনশন সেন্টারে বাবৌযুপ-উখিয়া’র আহবায়ক পলাশ বড়ুয়ার সভাপতিত্বে যুব সম্মেলন শেষে উক্ত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।
বক্তব্য রাখেন, বাবৌযুপ-জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আবদুল বাতেন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি এড. দীপঙ্কর বড়ুয়া পিন্টু, বাবৌযুপ-চট্টগ্রামের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, সাধারণ সম্পাদক- তাপস বড়ুয়া, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, প্রভাষক প্লাবন বড়ুয়া, প্রভাষক রনজিত বড়ুয়া, প্রধানশিক্ষক অমৃত কুমার বড়ুয়া, প্রধানশিক্ষক রত্নসেন বড়ুয়া, ধাম্মাকায়া (উখিয়া) সমন্বয়ক রুপন বড়ুয়া, স্যোশাল এইড চেয়ারম্যান প্রসূণ কান্তি বড়ুয়া, বাবৌযুপ-কক্সবাজারের সভাপতি সিপন বড়ুয়া, সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়াসহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার ৩ জন সংবর্ধিত অতিথিসহ উখিয়ায় শিক্ষা এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ১২ গুণিজনকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। এরা হলেন ঘুমধুম ইউপির সাবেক চেয়ারম্যান অরবিন্দু বড়ুয়া, শিক্ষক (অব:) সুবর্ণ বড়ুয়া, শিক্ষক (অব:) শাক্যসেন বড়ুয়া, শিক্ষক (অব:) অরবিন্দু বড়ুয়া, শিক্ষক (অব:) অমিয় কুমার বড়ুয়া, শিক্ষক (অব:) সুদত্ত বড়ুয়া, সাবেক ইউপি সদস্য মধু সুধন বড়ুয়া, শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়া, শিক্ষক (অব:) জিতেন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক (অব:) তুষার বড়ুয়া, শিক্ষক অমূল্য চরণ বড়ুয়া, অমিয় বড়ুয়া। শুরুতে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এস. এম সুলতান আর্টস্কুল কোটবাজার শাখার শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain