অনুসন্ধান ডেস্ক :: দেশের বারোটা কারা বাজিয়েছে তা সামনে প্রমাণ হবে বলে জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বুধবার (৫ মার্চ) সকালে আদালত হাজির করে কাঠগড়ায় উঠানোর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয় তাকে।
এসময় শাজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক। উত্তরে শাহজাহান খান বলেন, ‘আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।’
সাংবাদিকদের আরেক প্রশ্নে জবাবে শাজাহান খান বলেন, তাড়াতাড়ি যেনো মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত বিষয়ে আমার জন্য দোয়া করবা।
এরপর সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি, না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।এদিকে শুনানি শেষে আদালত থেকে নামিয়ে সিএমএম আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেওয়া সময় আরেক সাংবাদিক শাহজাহান খান জিজ্ঞাসা করেন, আপনি এত হাসেন কেন?
তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। কারাগারে কেমন আছেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।