৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল ইসরায়েল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ জানায়, দুই দফায় এ বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। খরব আনাদোলু এজেন্সি’র।

প্রথম ব্যাচে মুক্তি পেয়েছেন প্রায় ২ হাজার বন্দি। যারা ফিলিস্তিনের পশ্চিম তীরের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ইসরায়েলি ‘ওফের’ কারাগারে আটক ছিলেন।

স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে তারা আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের’ (আইসিআরসি) সহযোগিতায় কয়েকটি বাসে করে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে পৌঁছান।

 

দ্বিতীয় ব্যাচে মুক্তি পেয়েছেন দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে আটক ১ হাজার ৭১৮ ফিলিস্তিনি। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন বলে জানায় ইসরায়েলের কেন্দ্রীয় কারা দপ্তর।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্য থেকেই এ বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।

 

গাজার খান ইউনিস শহরে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রাথমিক চিকিৎসা পরীক্ষা করে নাসার মেডিকেল কমপ্লেক্স।

পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাতে জড়ো হন। অনেকে পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন এবং মুক্তিপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭০ হাজার মানুষ।

এমবি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain