নিউজ ডেস্ক :: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে মালবাহী ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা মূলত ইজিবাইকের (টমটম) যাত্রী ছিলেন। আজ শনিবার সকালে রামুর রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামুর রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর ও তার ছেলে মো. রুবেল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগরের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তার ছেলে রুবেল।
ইউনুস সওদাগরের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, ‘ট্রাক চাপায় চাচা ও চাচাতো ভাই রুবেল মারা গেছেন। তাদের সদর হসপিটালে রাখা হয়েছে। আমি সেখানে আছি।’
বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ট্রাকচাপায় একজন ঘটনাস্থলে ও পরে সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’