শিরোনাম :
হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান সিলেটে ৬ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ১০০ প্রবাসী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও কবিতা পাঠ সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভায়-মহানগরী আমীর ফখরুল ইসলাম সিলেট-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদির ও মহানগর বিএনপির শোক দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে বিএমজেএ সিলেটের শোক

শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও কবিতা পাঠ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ফ্রান্স থেকে ::: ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অমর যোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিদ্রোহ ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস-এর উদ্যোগে প্যারিসের একটি রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটওয়ারী।
বিদ্রোহ ও কবিতা পাঠের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম। এরপর সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন এবং ফ্রান্স টুয়েন্টি ফোর টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক আরিফুল্লাহ। সংগঠনের প্রথম সহ-সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরাসি নাট্যকর্মী শোয়েব মুজাম্মেল, এডভোকেট ও চিন্তক মনোয়ার পাটওয়ারী, শুদ্ধেস্বর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রকিবুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি জাকির খান, মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দীন, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদ, সফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম এবং সংগঠনের প্রচার সম্পাদক জামিল আহমদ।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনের একজন সাহসী ও সক্রিয় বিপ্লবী কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও আজও হত্যাকারীরা বিচারের আওতায় আসেনি—যা গভীর উদ্বেগ ও ক্ষোভের বিষয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠ, স্লোগান ও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।
এসময় সংগঠনের সিনিয়র সদস্য সুহেল আহমদসহ উপস্থিত ছিলেন সদস্য ফয়েজ আহমদ, ফখরুল ইসলাম, মুহাম্মদ আল-আমীন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain