শিরোনাম :
দোয়া মাহফিল শেষে সিলেটের ৬টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল মুক্তিযুদ্ধা, জুলাই যুদ্ধা, চা শ্রমিক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধি নিয়ে মনোনয়ন জমা দিলন খন্দকার মুক্তাদির সিলেট-৪: হাকিমকে সাথে নিয়ে মনোনয়পত্র জমা দিলেন আরিফুল হক চৌধুরী সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সিলেট-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জমিয়তের উবায়দুল্লাহ ফারুক তারেক রহমানের শান্তি ও ঐক্যের বার্তা সর্বত্র পৌছে দিতে হবে : খন্দকার মুক্তাদির জাফলংয়ে ভাঙারি দোকান থেকে পুরাতন মর্টার শেল উদ্ধার সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাদি হত্যার বিচার চেয়ে সিলেটে আজও বিক্ষোভে ইনকিলাব মঞ্চ সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

সিলেট-৪: হাকিমকে সাথে নিয়ে মনোনয়পত্র জমা দিলেন আরিফুল হক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দলের আরেক মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। রোববার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আব্দুল হাকিম চৌধুরীকে সাথে নিয়ে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন আরিফুল হক।

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন আব্দুল হাকিম চৌধুরী। তবে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। তবে প্রথম দিনে এর বিরোধীতা করেন হাকিম অনুসারীরা। আরিফকে বহিরাগত আখ্যা দিয়ে সিলেট-৪ আসনে স্থানীয় কাউকে প্রার্থী দেওয়ার দাবি জানান তারা। শেষদিকে এসে অবশ্য আরিফের সাথে একাত্মততা ঘোষণা করেন হাকিম।

রোববার মনোনয়নপত্র জমাদানকালেও আরিফের সাথে ছিলেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আরিফুল হক চৌধুরী বলেন, মানুষ ১৭ বছরে নির্বাচনের পরিবেশ ভুলে গিয়েছিলো। আবার নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সব ঠিক থাকলে নির্বাচন সুন্দরভাবে হবে আশা প্রকাশ করে তিনি বলেন, দেশে বিএনপির পক্ষে গণজোয়ার বইছে। মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। ১২ ফেব্রুয়ারি তার প্রমাণ পাওয়া

নিজের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় শঙ্কা তো আছেই। তবে নিরাপত্তার বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন। আশা করছি তারা যথাযথ ব্যবস্থা নেবে।

নিজের নির্বাচনী আসনের দূর্গম এলাকার ভোটারদের ভোটকেন্দ্রে আনতে আগাম ব্যবস্থা নেওয়ার জন্যও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain