অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রতীক। ছিলেন বাংলাদেশের আধুনিক রাজনীতির আইকনিক ব্যক্তিত্ব।
হুমায়ুন কবির বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপোষহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও শোক বই স্বাক্ষরের সমাপনী অনুষ্ঠানে একথাগুলো বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া যেমন বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তেমনি বেগম জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা অসম্ভব। বেগম জিয়া সম্মানের সঙ্গে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু জীবিত অবস্থার চেয়েও আজ প্রয়াত খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের কাছে আরও বেশি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন।
এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য অমিতা সিনহা, সদস্য আশিকুর রহমান রানা, মোশারফ হোসেন অমিত, শাহীন আলম, সাইদুর রহমান। -বিজ্ঞপ্তি