শিরোনাম :
বিজিবি-বিএসএফ সম্মেলনে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মার্কিন দূতাবাস ব্যাপক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে সংবর্ধনা ৩১ দফা হলো জাতীয় রূপরেখা গঠনের নতুন দিগন্ত: সাহেদ আহমদ মিরাবাজারে কোতোয়ালী পূর্ব জামায়াতের শীতবস্ত্র বিতরণ সীমান্তে বিজিবি অভিযানে ১কোটি ১৫ লক্ষাদিক টাকার চোরাচালান জব্দ সিলেটে মেডিকেয়ার ও যশোদা হাসপাতাল এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট শাখার যৌথ মতবিনিময় সভা সিলেটে ডিবির জালে ৫ জুয়াড়ি আটক

২৬নং ওয়ার্ডে বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতারা নিজ নিজ অবস্থান থেকে মানুষের সেবা ও কল্যাণে কাজ করছেন তা প্রশংসনীয়। এ সংগঠনের নেতারা রাজনীতির পাশাপাশি যে ভাবে মানব সেবা করছেন অন্য কোন সংগঠন তা করেনি।
তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, যারা এ সংগঠনের সাথে জড়িত তারা সব সময় দেশের উন্নয়ন, অগ্রগতি, বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন সহ সকল কার্যক্রমে দায়ীত্বশীলতার সাথে কাজ করেন। তিনি দেশের উন্নয়ন ও মানবসেবায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অধ্যাপক জাকির হোসেন গত ৬ জুলাই বুধবার রাতে নগরীর দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্টে ২৬নং ওয়ার্ডে এলাকায় বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটে সিটি করপোরেশনের প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপনের আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদস্য আব্দুল খালিক তেরু, ছাত্রলীগ নেতা খাজেদ আহমদ, আলী নেওয়াজ সামি, ওয়ার্ড সচিব সুলতান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ১৫ শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি বন্যার শুরু থেকে বিপদগামী মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি, যথদিন বেঁচে থাকব দুর্যোগ ছাড়াও সব সময় মানুষের সেবা ও দেশের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain