নিউজ ডেস্ক :: রাতের অন্ধকারে চোখে টসলাইটের আলো পড়ায় দুই যুবকের দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের দিরাইয়ে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ঢলুয়া গ্রামে গত শুক্রবার রাতে চোখে টসলাইট পড়ার দ্বন্দ্বে গ্রামের আব্দুল মালিকের ছেলে আব্দুল কাহারের (১৯) সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আব্দুররুফের ছেলে নিহাদ (১৮)। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকেরা সংর্ষে জড়িয়ে পড়েন। আব্দুল মালিকের পক্ষের আশিক মিয়া (৪৫) সংঘর্ষ থামানোর চেষ্টা করলে প্রতিপক্ষের এলোপাতাড়ি হামলায় গুরুতর আহত হন তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে শনিবার রাত তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিক মিয়া।
আশিক ঢলুয়া গ্রামের কালাই মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে আশিকের মরদেহ দাফন করা হয়েছে। এই ঘটনায় দিরাই থানায় মামলা করেছেন নিহত আশিকের পরিবার।
ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।