অনুসন্ধান নিউজ :: এম. এ. একাডেমী ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ বেতার ও বিটিভির গীতিকার মো. আছাব আলী এর স্বদেশ আগমণ উপলক্ষ্যে তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে জীবন সংগঠন, হযরত নুরাই শাহ (রাঃ) মাজার দশপাইকা, শাহপরান বাউল সংঘ, আনন্দ শাহ বাউল একাডেমী মৌলভীবাজার সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন, গীতিকার আব্দুল মালিক, জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সবুজ আহমদ, কবির উদ্দিন, বশির মিয়া, ফকির সালেহ আহমদ, আব্দুল আলিম প্রমুখ।