শিরোনাম :
সিলেটে উইমেন ফর উইমেন রাইটস এর মা দিবস পালন প্রবীণ ফটো সাংবাদিক আতার ছেলে রেজাউর রহমান রনি নিখোঁজ সিলেট নগরীতে ডাকাতির চেষ্টা: পুলিশের জালে ৬ জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গোলাপগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা নগরীর মদিনা মার্কেটে মহানগর ছাত্রদল নেতা বিপুল হোসেন এর জন্মবার্ষিকী পালিত সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ২ স্কুলছাত্রীর

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: লক্ষ্মীপুরে মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাচ্ছিল সানজিদা আক্তার ও ফামিদা নামে দুই স্কুলছাত্রী। পথিমধ্যে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সদর উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নিহত ফাহমিদা জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের আলমগীর হোসেনের মেয়ে ও ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী এবং সানজিদা একই এলাকার আরিফ হোসেনের মেয়ে ও লক্ষ্মীপুর গার্লস স্কুলের ছাত্রী। দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুর রহমান তার পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌর শহরে ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে সানজিদা ও ভাগনি ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেলযোগে তিনি কেরোয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে তারা দুজন মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় রামগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটিকে আটক করে। পরে প্রতিবাদে আধাঘণ্টা সড়ক অবরোধ করে স্থানীয়রা।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain