আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিভ রিভে নিকটবর্তী এক বাঁধ ভেঙে যাওয়া তলিয়ে গেলে ১১২টি বসতবাড়ি। সরিয়ে নেওয়া হয়েছে দুই শহরের ২২টি এলাকার বাসিন্দাদের। বুধবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওই বাঁধ ভেঙে যায়।
শহরের মেয়র অলেকজান্দার ভিলকুল বলেন, দুটি বড় হামলায় পানির গতি বেড়ে যায় এবং একটা পর্যায়ে বাঁধ ভেঙে যায। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ইউক্রেনের দাবি, তাদের পাল্টা আক্রমণের প্রতিশোধ হিসেবে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘তোমরা দুর্বলরা বেসামরিকদের সঙ্গে যুদ্ধ করছো। যুদ্ধ থেকে পালিয়ে নিরীহদের হামলা করছো?
রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে চলতি সপ্তাহে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। এই সাফল্যকে যুদ্ধের ‘গতিপ্রকৃতি’ পাল্টে দেওয়ার মতো ঘটনা বলে মন্তব্য করেছেন অনেকে।