অনুসন্ধান নিউজ :: সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আরব আমিরাত নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ অনুশীলন শুরু করেন তারা। বিকেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা দল অনুশীলন করবে।
আগামী পহেলা অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপ নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
উদ্বোধনী দিন প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে লংকান নারীরা।
টুর্নামেন্টে এশিয়ার সাতটি দল অংশ নিচ্ছে। মোট ২৪ টি ম্যাচ খেলা হবে। স্টেডিয়ামের গ্রাউন্ড- ২ এ ৫ টি ম্যাচ ও মূল গ্রাউন্ডে বাকী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।