অনুসন্ধান নিউজ :: আগামীকাল শনিবার সকাল নয়টায় বাংলাদেশ ও থাইল্যান্ড মধ্যকার খেলা দিয়ে ৮ম নারী এশিয়া কাপের শুভ সূচনা হচ্ছে। উদ্বোধনী খেলার আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে দুই দল। এদিন দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তিনি বলেন- ‘এবার দরকার শিরোপা ভালো খেলার সময় কিন্তু এখন ইতোমধ্যে শেষ। যেহেতু ট্রফি আমাদের ছিল, সুতরাং চেষ্টা করবো ট্রফিটা যেন আমাদেরই থাকে আর ভালো ক্রিকেট কিন্তু আমরা খেলছি। এমন তো না যে আমরা ভালো ক্রিকেট খেলছি না।’
‘তো ক্রিকেট তো অবশ্যই…ভালো ক্রিকেট খেললে ট্রফি আমাদের ঘরে আসবে। সব মিলিয়ে লক্ষ্য ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি ধরে রাখার।’
টুর্নামেন্টের আগে কী চ্যালেঞ্জ দেখেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘চ্যালেঞ্জ বলতে এখানে শুধু এটাই থাকবে যে আমরা সব সময়ই বলি আমরা যে ম্যাচগুলো জিতি, সেখানে পুরো দলের অবদান দরকার হয়। ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড় অনেক বেশি ভালো খেলার পর কোন ম্যাচ জিতেছি তা কিন্তু হয়নি।’
‘দেখা যাচ্ছে যে সবার ছোট ছোট অবদান থাকে সে ম্যাচগুলো আমরা জিতেছি। সুতরাং চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, আমাদের পক্ষ থেকে সেটাই থাকবে যে আমরা সবাই মিলে যে ম্যাচে পারফর্ম করতে পারব, না করতে পারাটাই থাকবে চ্যালেঞ্জ। সবাই মিলে একসাথে কন্টিবিউট করাই থাকবে চ্যালেঞ্জ।’