শিরোনাম :
ধানের শীষের পক্ষে খন্দকার মুক্তাদিরের ‘ডোর টু ডোর’ প্রচারণা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ সিলেট বিভাগের র‌্যালি ও আলোচনা সভা সিলেটের ৫ টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা: কোথায় কে? মহানগর তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদিত আহবায়ক কয়েছ, সদস্য সচিব বেলাল সিলেটের নতুন বর্ধিত রেল ভাড়া জেনে নিন খালেদা জিয়ার সুস্থতার জন্য মোগলাবাজার ইউপির প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে দোয়া চাইলেন এম এ মালিক সিলেটে ৬৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার পুলিশের সিলেটের চন্ডিপুলে বস্তাবন্দী ৫৬টি পাখি উদ্ধার পরে আকাশে অবমুক্ত খন্দকার মুক্তাদিরের গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া সিলেটে হত্যা, নারায়নগঞ্জ থেকে আসামি গ্রেপ্তার

জনগণ যতক্ষণ সঙ্গে আছে, চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই আমাদের শক্তি। যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে, ততক্ষণ চিন্তার কিছু নেই।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তারমধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ-এগুলো সবসময় আমাদের মোকাবিলা করতে হয়, করতে হবে। সেটা আমরা করতে পারব। জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে, আমাদের চিন্তার কিছু নেই ।’

সরকারপ্রধান বলেন, ‘যেভাবে করোনা মোকাবিলা করেছি, সেই একইভাবে যুদ্ধের সময় যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, যে ভয়াবহতা দেখা দিচ্ছে-এটা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। এজন্য জনগণকে কাজে লাগাতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদাটা ধরে রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। উন্নয়ন-অর্জনের এ ধারাটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে৷’

একনেক সভায় ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain