স্পোর্টস ডেস্ক :: গতকালের পুনরাবৃত্তি যেন আজ ঘটল। স্পেনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে বৃহস্পতিবার কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল জাপান। একদিন পর পর্তুগালের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ জয়ে নকআউট পর্বে উঠল এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া। রোনালদোরা যদিও আগেই শেষ ষোলোতে পা রেখেছিল।
সমীকরণ অনুযায়ী এই ম্যাচটি কোরিয়ার শুধু জিতলেও হতো না, গ্রুপের অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হতো। তবে উরুগুয়ে জয় পেলেও সুয়ারেজদের চেয়ে গ্রুপ পর্বে বেশি গোল করায় দ্বিতীয় রাউন্ডে গেল দক্ষিণ কোরিয়া।
পর্তুগাল গ্রুপ সেরা হয়েছে ৬ পয়েন্ট নিয়ে। কোরিয়া ও উরুগুয়ের সমান ৪ পয়েন্ট, গোল পার্থক্যও সমান। তবে বেশি গোল করায় গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকেট পেল কোরিয়া। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে বিদায় নিল ঘানাও (৩ পয়েন্ট)।
শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় দুদল। প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল।
এদিন পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় আগের ম্যাচ থেকে ছয়টি পরিবর্তন এনে খেলতে নামা পর্তুগাল। দিয়োগো দালোতের কাট-ব্যাকে ছয় গজ বক্সের মুখ থেকে শটে ঠিকানা খুঁজে নেন রিকার্দো হর্তা।
ম্যাচের ১৭তম মিনিটে কোরিয়ার কিম জিন-সু গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ১০ মিনিট পরেই সমতায় ফেরে দলটি। কর্নার ক্লিয়ার করতে না পারা পর্তুগাল অর্ধে বল ক্রিস্টিয়ানো রোনালদোর পিঠের ওপরে পড়ে সেখান থেকে জালে পাঠান ডিফেন্ডার কিম ইয়ং-খুয়ান।
দুই মিনিট পর গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রোনালদো। তার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন কিম সিউং-জু। ৩৩তম মিনিটে দালোতের শট ঝাঁপিয়ে ঠেকান তিনি।
খেলার ৪২তম মিনিটে আরও একটি সুযোগ হারান রোনালদো। বক্সের বাইরে থেকে ভিতিনিয়ার শট গোলরক্ষক ঠেকানোর পর তার হেড লক্ষ্যে যায়নি।
দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে পর্তুগাল কোচ একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। রোনালদো, রুবেন নেভেস, মাথেউস নুনেসকে তুলে মাঠে নামান আন্দ্রে সিলভা, রাফায়েল লেয়াও ও জোয়াও পালিনিয়াকে। তবে এগিয়ে যেতে পারেনি।
উল্টো যোগ করা সময়ে হাং হি-চানের গোল লিড পায় কোরিয়া। পাল্টা আক্রমণে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে যান সন হিউন-মিং। প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে বক্সের সামনে থেকে তিনি পাস দেন ভেতরে, আর প্রথম স্পর্শের শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ৬৬তম মিনিটে বদলি নামা চান।
জয়ের উৎসব করলেও মনে ভীতি ছিল কোরিয়ার। ম্যাচ শেষে তারা গোল হয়ে মোবাইলে ঘানা ও উরুগুয়ের ম্যাচ দেখে। তবে স্কোর লাইনের কোনো পরিবর্ত না হওয়ায় ফের আনন্দে মাতে এশিয়ার দেশটি।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর ফের নকআউট পর্বে উঠল দ. কোরিয়া।