অনুসন্ধান নিউজ :: মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তারাপুর চা-বাগানে ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী এবং তারাপুর স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় তারাপুর চা-বাগান শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. রুমেল আহমেদ, প্রফেসর ডাঃ নারায়ণ সাহা, তারাপুর চা-বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী, তারাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সীপা দেব, রুপনা রায় সহ স্কুলের ছাত্র-ছাত্রী প্রমুখ । বিজ্ঞপ্তি