শিরোনাম :
সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজে ১ম দিন সম্পন্ন সিলেট-৪ আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপি’র দ্বিধা: আলোচনায় আরিফুল হক, কিন্তু ‘ঘোষণার’ অপেক্ষা মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি রাহি’র মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রলীগের মিছিল!

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতা-কর্মীবৃন্দ। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গন থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেনের নেতৃত্বে মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে এসে শেষ হয়।

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের দুই সপ্তাহ পর মঙ্গলবার রাতে গণভবনের ফটকে নতুন কমিটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হয়েছেন সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে তার সঙ্গী হয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান।

সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ছিলেন। আর সাধারণ সম্পাদক শেখ ইনান কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটিতে ছিলেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে।

নতুন নেতৃত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ। সভাপতি আশিকুর রহমান আশিক তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনীত বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আমার নেতা সাদ্দাম হোসেন ভাই ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে স্বাগত জানিয়ে আমাদের আনন্দ মিছিল। সাদ্দাম-ইনান পরিষদের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস উপহার দিতে চায়। আপনারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে সোচ্চার থাকবেন। সাদ্দাম-ইনানের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে থাকবে’।

সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ছাত্র সংগঠন। আজ সেই সংগঠনের নতুন নেতৃত্ব পেয়ে আমরা সবাই আনন্দিত। এতবড় ছাত্রসংগঠনে ছাত্রদের পাশাপাশি ‘ছত্র’ ঢুকে পড়ারও সম্ভাবনা থাকে। আপনাদের চিহ্নিত করতে হবে কারা ‘ছাত্র’ আর কারা ‘ছত্র’। আপনাদের বুঝতে কাদের ভিত্তি কতটুক শক্তিশালী। আমরা মাদকমুক্ত-সন্ত্রাসমুক্ত, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। এই ক্যাম্পাসকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে যা করা দরকার তাই করবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain