অনুসন্ধান নিউজ :: রিকশ,ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা ২৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় পূর্ব ফেঞ্চুগঞ্জ বাজারের পিটাইকরি স্কুল মাঠে অনুষ্টিত হয়। আছমান আলীর সভাপতিত্বে ও কাওছার আহমদ এর সঞ্চালনায় সভায় প্রধাান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলার প্রধান উপদেষ্টা আবু জাফর। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, আদিল আলী মিন্টু, মমজিল আলী,কলা মিয়া, জাহাঙ্গীর আহমদ, রাকিব আহমদ, মনাই, রিফাল আহমদ, আরিফ মিয়া, আমিনুল ইসলাম, নিপু মিয়া, সোহেল আহমদ, খায়রুল হক প্রমুখ।
সভায় আবু জাফর বলেন, নানা বাঁধা, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে সর্বশেষ হাইকোর্ট এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলের আদেশ প্রদান করেছেন। সংগ্রাম পরিষদ গত ১০ বছর যাবৎ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে আন্দোলন পরিচালনা করে আসছে। সুপ্রিম কোর্টের রায়ের পর ইজিবাইকসহ ব্যাটাারিচালিত যানবাহন এর চলাচলের জন্য সরকার প্রস্তাবিত খসড়া “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’র” দ্রæত চুড়ান্তও কার্যকর করতে আর কোন আাইনগত বাঁধা নেই। আবু জাফর, অবিলম্বে নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান,ব্যাটারিচালিত যানবাহনের হয়রানি, অবৈধ রেকারিং বন্ধের আহ্বান জানান।
সভায় আছমান আলীকে সভাপতি ও কাওছার আহমদ সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।