শিরোনাম :
সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজে ১ম দিন সম্পন্ন সিলেট-৪ আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপি’র দ্বিধা: আলোচনায় আরিফুল হক, কিন্তু ‘ঘোষণার’ অপেক্ষা মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি রাহি’র মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

জেলা কর আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, আয়কর আইনজীবীগণ দেশের রাজস্ব বাড়াতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। আয়কর খাতে নিয়োজিত সকল আইনজীবী দক্ষতার সাথে দায়িত্ব পালন করলে দেশের রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি আইন পেশার মর্যাদা ও গুরুত্ব বাড়বে। এতে জনগণের মধ্যে আয়কর দেওয়ার ভীতিও দূর হবে।
তিনি সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির কনফারেন্স হলে কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ ও কর অঞ্চল রেঞ্জ-২ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের বদলি জনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন একই কর্মস্থলে কাজ করলে আন্তরিকতার পরিবেশ বৃদ্ধি পায়। বিদায়কালে আমি বলতে চাই, সিলেটের মানুষ তথা কর আইনজীবীগণ অত্যন্ত আন্তরিক মনোভাবাপন্ন। আমার কর্মকালীন সময়ে তাদের সহযোগিতার কথা কখনো ভুলবো না। সিলেট অঞ্চলের কর আদায় সহ সার্বিক কাজে ছিলেন অতি আন্তরিক। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। অপর বিদায়ী অতিথি যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম সিলেটে কর্মকালীন সময়ে কর আইনজীবীদের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন। ভবিষ্যতে কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তাদের সরকারের রাজস্ব আদায় সহ অন্যান্য কর্মকান্ডে কর আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়ের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট আবুল ফজল, সিনিয়র আয়কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তা ও আয়কর আইনজীবীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain