শিরোনাম :
সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানা জামায়াতের কর্মী সমাবেশ বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ শহীদদের রক্তের শপথ নিয়ে দেশকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে হবে : এড. এমরান চৌধুরী পূর্বাশা শপিং সেন্টারের ব্যবসায়ীদের উদ্যোগে বিএনপি নেতা আকতার রশীদ চৌধুরীকে সংবর্ধনা সিলেটে নারীর কাছে মিললো বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকা বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সভা সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলণের প্রস্তুতি সভা সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জমিয়তের প্রচার মিছিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১কোটি ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও

চিন্ময় চৌধুরী রচিত গ্রন্থ “জ্যোতিষ শাস্ত্রের কথা” বই এর মোড়ক উন্মোচন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চিন্ময় চৌধুরী (মিথুন) রচিত গ্রন্থ “জ্যোতিষ শাস্ত্রের কথা” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ শে নবেম্বের রোজ শুক্রবার বেলা ১টা সময় নগরীর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর, বাবার আশ্রম ও মন্দির করেরপাড়া সিলেট অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (অব:) ননী গোপাল দাস এর সভাপতিত্বে ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর, বাবার আশ্রম ও মন্দির করেরপাড়া সিলেট এর সভাপতি রিপন এষ চৌধুরী পরিচালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিরল জগদীশ চন্দ্র দাশ বলেন, ‘তোমাদের এসব কাজ আমাকে অনেক উৎসাহিত করে ও আশা জাগায়। ভবিষ্যতেও এমন সৃজনশীল কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখো। সব সময় অনেক অনেক আশীর্বাদ রইল তোমাদের জন্য।

মূখ্য আলোচক-হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, অধ্যাপক পার্থসারথি নাগ, সম্মানিত অতিথিঋন্দ সিলেট মহনাগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সুব্রত দেব, গীতা সংঘ করেরপাড়া সভাপতি অরবিন্দু দাশ, সিলেট মহনাগর আওয়ামীলীগের সিনিয়র সদস্য সুদীদ দেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবুল দেব, যিশুপদ পাল, গোপেশ সূত্রধর, দেবজ্যোতি মজুমদার রতন, মনোজ দাশ চৌধুরী, সঞ্জয় দেব, প্রবাল ভট্টাচার্য,

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জ্যোতি ভূষন গুপ্ত, প্রজিত মোদক, সুভাষ দেব, সুখ রঞ্জন চন্দ, প্রদীপ দাশ, অজয় তালুকদার, নিপু দেব সাবলুপাঠক, সঞ্চু দেব, ঝুমুর চৌধুরী, সুমিত দেব, রজত চক্রবর্তী, রিপন ঘোষ,কমল রায়, সমীরন দাশ, সাংবাদিক ও লেখক আশিষ দেব, জুয়েল দাশ, শিলু শর্মা, সজিব, পাপ্পু, অর্পন, জয়, মুন্না ও লেখকের মা মীরা চৌধুরী, স্ত্রী পুত্র অনেক স্বজন, পবিত্র গীতা পাঠ করেন, কনক জ্যোতি মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন, জ্যোতিষ শাস্ত্রের কথা গ্রন্থের লেখক চিন্ময় চৌধুরী মিথুন, দেবাশীষ ,শ্যাম, তপু,দিপু কপালি, বিশিষ্ট ছড়াকার প্রশান্ত লিটন, সাব ইন্সপেক্টর ও গুনি সংঙ্গীত শিল্পী বাসুদেব গোস্বামী উপস্থিত ছিলেন প্রমুখ। অনুষ্ঠান শেষে চিন্ময় চৌধুরী (মিথুন) রচিত গ্রন্থ “জ্যোতিষ শাস্ত্রের কথা” বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain