শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে জেলা বিএনপির কার্যক্রম শুরু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটি। শনিবার বেলা ১২টায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাজার জিয়ারত শেষে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। বক্তব্য শেষে মাজার প্রাঙ্গন থেকে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাপ্ত হয়। এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভুমি সিলেট হচ্ছে বিএনপির দুর্জয় ঘাঁটি। সিলেট থেকেই ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের চুড়ান্ত আন্দোলন শুরু হবে। নবনির্বাচিত জেলা বিএনপি সেই আন্দোলনে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে প্রস্তুত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্যাগী ও রাজপথের সক্রিয় নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপিকে শক্তিশালী করা হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের পরিচয় একটাই আমরা শহীদ জিয়ার আদর্শের জাতীয়তাবাদী সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করি।
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমাদের প্রত্যাশা। দলীয় কার্যক্রমকে সুসংহত করার মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে সিলেট বিএনপিকে শক্তিশালী করার শপথ নিতে হবে।
বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যয় চেপে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারই হলো জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের প্রধান লক্ষ্য। সকলকে সাথে নিয়ে সিলেটে বিএনপি অঙ্গ সংগঠনের কার্যক্রমকে জোরদার করতে নবনির্বাচিত জেলা বিএনপিকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, শাহজামাল নুরুল হুদা, নাজিম উদ্দিন লস্কর, মামুনুর রশীদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, বিএনপি নেতা হাজী শাহাব উদ্দিন, এস টি এম ফখর উদ্দিন, শাহাব উদ্দিন, শফিকুর রহমান, মাহবুব আলম, মশিকুর রহমান মহি, ওহিদুজ্জামান চৌধুরী সুফি, মাসুক আহমদ, এডভোকেট আহমদ রেজা, কোহিনুর আহমদ, আজিজুর রহমান, আব্দুল্লা মিছবাহ, আলী আকবর ফখর, হাজী মোঃ শরীফুল হক, ইসমাইল হোসেন সেলিম, এম মুজিবুর রহমান, সরোয়ার হোসেন, জসীম উদ্দিন, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম, মহানগর স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, জেলা শ্রমিক দলের ভারপ্রাÍ সভাপতি মাসুকে এলাহী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, বিএনপি নেতা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাহিমা আহমদ কুমকুম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হকার্স শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ ও জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain