অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি)’র রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম বিজিডিএম পিএসসি আর্টিলারি এবং রেজিমেন্ট এডজুডেন্ট মেজর মোহাম্মদ সোলায়মান তালুকদার এর নেতৃত্বে এবং ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ডা. তোফায়েল আহমেদ ও লে. মোঃ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে সুনামগঞ্জের পর সিলেটে জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ও আশ্রয়হীন মানুষের পাশে বি এন সি সি ত্রাণ ও সহয়তা নিয়ে দাঁড়িয়েছে।শুক্রবার (১ লা জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য ও ত্রাণ বিতরণ করা হয়। পরবর্তীতে মদন মোহন কলেজে ক্ষতি গ্রস্হ বি এন সি সি ক্যাডেটদের সাহায্য ত্রাণ বিতরণ করা হয়।
এসময় রেজিমেন্ট কমান্ডার বলেন, আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা করছি। তালিকা করে ঘর-বাড়ি মেরামতের জন্য সাধ্যমত আর্থিক সাহায্য প্রদান করব।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল আতাউল রহমান পীর, লে. কর্নেল সাইফুল কবির, ডা. ক্যাপ্টেন আশ্রাফুল কবির, লে. জেবা আমাতুল হান্না, ২/লে. হেলান উদ্দিন, পিইউও ইফতেখার আলম, পিইউও জুলফজলে, পিইউও আব্দুল বাকের, পিইউও অসিম কুমার, টিইউও মতিন, টিইউও মজির উদ্দিন, টিইউও সওকত, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার বিভাষ, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার সারোয়া, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার শামীম, বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার জাকির, ক্যাডেট আন্ডার অফিসার নাজমা সহ বি এন সি সি ষ্টাফ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ক্যাডেটবৃন্দ।