শিরোনাম :
নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমরান চৌধুরী সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়া ৪৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি সিলেট-৪ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ টানা-পোড়েন তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা সিলেটে দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ দিনব্যাপী ধানের শীষের প্রচারণায় খন্দকার মুক্তাদির বিএনপি চায় বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে-তাহসিনা রুশদীর লুনা রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধনে-ডিসি সারওয়ার আলম ১১ দফা দাবির বাস্তবায়নের দাবিতে সিলেটে সিপিবির সমাবেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৮২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। আজ সোমবার (১৫ আগস্ট) সকাল দশটায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকেরা। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। আমার নেতা শেখ মনি ভাইকেও সেদিন হত্যা করে তারা।

তিনি আরও বলেন, শুধু তাই না ঘাতকরা জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মূলভাবে গুলি করা হত্যা করে। আমি আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদ ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব কমান্ড নেতা নাজিম আহমদ,সোহানুর রহমান সোহাগ, নিজাম উদ্দিন, লোকমান আহমেদ, নিজামুল হক, সাইফুল ইসলাম, দুলাল আহমদ, রেজাউল করিম, শাহেদ আহমদ, আশরাফ উদ্দিন, সিরাজ উদ্দিন, মিজান আহমদ জীবন, আল আমিন, রাজু আহমদ, ইয়াসিন আহমেদ, হাবীবুর রহমান, তামজিদুল ইসলাম, মুশফিকুল ইসলাম, মো. ওয়াইনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain