শিরোনাম :
সিলেট কারাগার থেকে ওসমানী মেডিক্যালে সাবেক মন্ত্রী মান্নান নিসচা সিলেট মহানগরের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক সংগঠন সেতু’র উদ্যোগে বিনামূল্যে রক্তেরগ্রুপ নির্ণয় কার্যক্রম সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল সমাবেশ সিলেট-সুনামগঞ্জ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দূর্গাপূজা উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’র বস্ত্র উপহার ৩০ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় মিফতাহ সিদ্দিকী গোয়াইনঘাটে দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা তৎপর আইনশৃঙ্খলা বাহিনী দূর্গাপুজা উপলক্ষে নগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী সিলেট মদিনা মার্কেটে ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে আল ওয়াফা ফাউন্ডেশন ইউকে’র নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেছেন, সরকার ইমাম, মোয়াজ্জিন ও শিক্ষকদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করছে। সরকারের পাশাপাশি আল ওয়াফা ফাউন্ডেশন ইউকে’র নগদ অর্থ প্রদান সহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম মহতি ও প্রশংসনীয়। তিনি এই ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠনকে ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের কল্যাণ ও সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি গতকাল ২০ আগস্ট শনিবার দুপুরে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে আল ওয়াফা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগ বিভিন্ন মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল ওয়াফা ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান মাওলানা শাহ্ মিজানুল হক এর সভাপতিত্বে ও ইসলামী ফাউন্ডেশন সিলেট জেলার (মাস্টার ট্রেইনার) মাওলানা মুফতি মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দীন নাসীরী, মোগলাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল-মামুন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আইয়ুব হোসেন।
বক্তব্য রাখেন গাজীরপাড়া হাফিজিয়া আলিম মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা আব্দুশ শহিদ, বারইগ্রাম ফুরকানিয়া ইসলামীয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা নজির আহমদ, শিক্ষক মাওলানা আনাউল হক, মদীনাতুল উলুম কাসেমীয়া বালিকা মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুস শহীদ, মোগলাবাজার জামে মসজিদের ছানি ইমাম হাফিজ রেদওয়ান আহমদ, হাজীগঞ্জ বাজার জামে মসজিদ ইমাম মাওলানা এমদাদুর রহমান, সতীঘর জামে মসজিদের ইমাম মাওলানা সামিনুল হক, পূর্ব হরগৌরী জামে মসজিদের ইমাম মাওলনা খায়রুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা ছালেহ আহমদ, সিলেট সেন্টাল কলেজ এর পরিচালক শাহ্ রুম্মানুল হক।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়ত করেন মির্জাপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাওলানা সামছুল ইসলাম।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক। এমন কঠিন পরিস্থিতিতে আল ওয়াফা ফাউন্ডেশন ইউকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে অর্থ সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ প্রতিষ্ঠানের মত মহতি কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain