শিরোনাম :
সিলেটে ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের সিলেট মহানগর ১০নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন সম্পন্ন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী সভা নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমরান চৌধুরী সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়া ৪৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি সিলেট-৪ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ টানা-পোড়েন তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা সিলেটে দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ

শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সিলেট : শাবিতে পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

শাবি প্রতিনিধি :: সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সিলেট পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মুজতবা আলীর বর্ধিতাংশে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন- ‘সিলেট একটি ঐতিহবাহী এবং জ্ঞানী গুণী ব্যক্তিদের শহর। দুঃখের বিষয় যে, শিক্ষা ক্ষেত্রে সিলেট অনেকে পিছিয়ে গেছে। একসময় সারা বাংলাদেশে সবচেয়ে বেশি শিক্ষিত লোক ছিল সিলেটে। সাম্প্রতিককালে এ দিকটাকে আমাদের জোড় দিতে হবে। কারণ বাংলাদেশের শিক্ষার হারে সিলেটের অবস্থা খুবই নিম্নে। এই নিম্নে হওয়ার কারণে আমাদের মাতৃ ও শিশু মৃত্যুর হারও বেশি। আমাদের অনেকের মাথাপিছু ইনকামও ভালো। তবুও ওইগুলোর বাড়তি খুব বেশি। এর একটি বড় কারণ হল অবকাঠামোর অভাব ছিল। স্কুল কলেজ অনেক কম। আমি ২০০৩ সালের একটা জরিপ করি। এই জরিপ অনুযায়ী বৃহত্তর সিলেট এবং বরিশালের মানুষ সমান ছিল। কিন্তু বর্তমানে সিলেটের মানুষ বেশি বরিশালের মানুষ কম। কিন্তু সিলেটের তুলনায় সাড়ে তিন গুণ বেশি স্কুল-কলেজ আছে বরিশালে। সাধারণত একটি চাকরির জন্য বরিশালের গ্রাজুয়েট ছয়জন আবেদন করলে করলে সেখানে সিলেটের থাকে মাত্র একজন। এছাড়া সিলেটে প্রাইমারি স্কুল গুলোর দিকে দেখলে সেখানে মহিলা শিক্ষক ও পাওয়া যায়না।’

অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে শিক্ষা দিতে হয়৷ এজন্য অবকাঠামোর পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও জোর দিতে হবে বলে পররাষ্ট্রমন্ত্রী বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দ মুজতবা আলীর ভাইয়ের ছেলে সৈয়দ রুহুল আমীন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশও নির্দেশনা পরিচালক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, হল প্রাধ্যক্ষ আবু সৈয়দ আবু সাঈদ আরফিন খাঁন প্রমুখ।

এর আগে বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর বেলা ১১টায় হল উদ্বোধন করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain