অনুসন্ধান নিউজ :: মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সভাপতি আব্দুল হান্নান শরীফ স্ব-পরিবারে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের উদ্দেশ্যে গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ জুলাই) রাতে নগরীর মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের কার্যালয়ে বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে ক্লাব সদস্যদের উদ্যোগে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
্এসময় সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুল হান্নান শরীফ বলেন, দীর্ঘদিন আপনাদেরকে নিয়ে সততার সাথে আমার প্রাণপ্রিয় সংগঠন মেন্দিবাগ অগ্রসর যুব সংঘ পরিচালনা করেছি। এ সংগঠনের অনেক সুনাম রয়েছে। আমার অনুপস্থিতিতে এ সংগঠন যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আগামীতে আপনারা পরিচালনা করেন সেই প্রত্যাশা করি। এসময় তিনি বিদেশে থাকলেও সংগঠনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন-সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, আমিনুর রশিদ আমিন, শামিম আহমদ, জসিম উদ্দিন, কয়েছ আহমদ, নজরুল ইসলাম বেলাল, মামুনুর রশিদ বাবলু, আব্দুর রহিম সাজু, কাইয়ুম রশিদ, হালিম আহমদ, কয়েস আহমদ, জুনেদ আহমদ, মুমিন আহমদ, হাবিবুর রহমান হবি, জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি