নিউজ ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলসহ এক দফা দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। আজ সোমবার ঢাকাসহ সারাদেশে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সড়ক বা মহাসড়কে অবরোধের তেমন কোনো প্রভাব নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সারাদেশে র্যাবের ৪৩৫টি টহল দল কাজ করছে। গতকাল রোববার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ শেষ হবে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায়।
অবরোধের সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মাজার রোড ঘুরে গণপরিবহন চলতে দেখা যায়। এছাড়া রিকশা, সিএনজি অটোরিকশার মতো বাহনগুলোও এদিন চলতে দেখা যায়। সড়কে ব্যক্তিগত যানবাহনও স্বাভাবিকভাবেই চলতে দেখা যায়। গাবতলি, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করছে।