অনুসন্ধান নিউজ :: আল এমদাদ স্কুল এন্ড কলেজের এডোকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মস্তফা মিয়া বলেছেন, শীতে অসহায় মানুষদের খুবই কষ্টে দিন-যাপন করতে হয়। ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে বহু অসহায় ও নিম্নবিত্ত মানুষ। এখনই সময় তাদের পাশে দাঁড়ানো। জালালাবাদ যুব কল্যাণ সংস্থা শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের মতো সমাজের সকল বিত্তবান সহ আমাদের সবাইকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জালালাবাদ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ যুব কল্যাণ সংস্থার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে ও জয়দীপ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সামজসেবা কর্মকর্তা আল জুবায়ের, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শ্যামল চৌধুরী, আরজি ফাউন্ডেশন এন্ড আরজি কনসালটেন্ট এর চেয়ারম্যান ঋতু রঞ্জন দেব, মোহনা সুইটস এর নন্দলাল গোপ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসীম রঞ্জন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অলিউর রহমান, সুলতান খাঁন, মাহবুব হোসেন নওশাদ প্রমুখ। বিজ্ঞপ্তি