শিরোনাম :
কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’ জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান সিলেটের সাবেক মন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সিলেট গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুস গোয়াইনঘাটে “চা শ্রমিকদের কর্মসংস্থান চা বাগান রক্ষার দাবীতে মানববন্ধন সিলেট নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলির ব্যবসায়ী নিখোঁজ স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের নতুন কমিটির অনুমোদন শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় পায়রা সমাজকল্যাণ সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য মোবারক র‌্যালি

জিনের বাদশা’ পরিচয় দিয়ে ঝিনাইদহে প্রতারণার সময় আটক ৩

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঝিনাইদহে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাইবান্ধা গ্রামের গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের আজিজর রহমানের ছেলে নূর আলম (২৩), একই গ্রামের আবুবক্কর সিদ্দিকের চেলে মামুন হোসেন (৩৪) ও দুলা মিয়া ওরফে দুলুর ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, গত ০১ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে একটি চক্র প্রতারণা শুরু করে আসছে। চক্রটি স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের ক্ষতির ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ বুধবার ওই ভুক্তভোগী নারীর কাছে চক্রটি স্বর্ণালংকার দাবি করে। বিষয়টি ওই নারী পুলিশকে অবগত করান। পুলিশের পরামর্শে স্বর্ণালংকার নেওয়ার জন্য চক্রটিকে ঝিনাইদহে আসতে বলে। প্রতারক চক্রটি স্বর্ণালংকার নিতে গাইবান্ধা থেকে ঝিনাইদহ আসে। সেসময় পুলিশ তাদের ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে আটক করে। আটক গাইবান্ধার নূর আলম, মামুন হোসেন ও সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain