শিরোনাম :
সিলেটে নতুন পোশাকে পুলিশ সিলেট ভূমিকম্প মোকাবিলায় কতটুকু প্রস্তুত? লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চার্টার এনিভার্সারি উদযাপন ৫ দিনব্যাপী নতুন ব্যবসায় সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন নোংরা রাজনীতি পরিহার করে সুন্দর রাজনীতি করে দেশ এগিয়ে নিতে হবে-যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ইলিয়াস আলীর পরিবার মনে করে ধানের শীষে ভোট দিন : লুনা দিনভর নগরীতে ধানের শীষের পক্ষে প্রচারণায়-খন্দকার মুক্তাদির গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে উঠেছে জোয়ার সিলেটের ১৪ উপজেলায় ইউএনওর দায়িত্ব পেলেন যারা খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

সৌদিতে চাঁদ দেখা গেছে-ঈদ রোববার

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।

সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। এর আগে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি বলেন, “সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আজ ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত যাবে। এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। দৃশ্যমানতার সময় দীর্ঘ অথবা ছোট হোক, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা সম্ভব।” পরবর্তীতে আব্দুল্লাহ আল-আমার নামে অপর এক জ্যোতির্বিদ বলেন, “আমি প্রত্যাশা করছি সুদাইরে আজ আমরা চাঁদ দেখতে পাব।” শেষ পর্যন্ত তাদের ধারণা ঠিক হয়।

এরআগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।

বাংলাদেশ সময় রাত ৯টায় তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তোলা ছবি। ওই সময় সেখানকার আকাশে মেঘাচ্ছন্ন ছিল।

খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা ‘সম্ভব নয়’ বলেও দাবি করেছিল সংস্থাটি।

যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্যের সৌদি এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। —গত ২০ মার্চ এমনই তথ্য জানিয়েছিল আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র। কিন্তু তাদের এসব ধারণা আংশিক ভুল প্রমাণিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain