আন্তর্জাতিক ডেস্ক ::: অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪২ জন ফিলিস্তিনি। তবে হামলায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় তারা নিহত হন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। খরব আলজাজিরা ও আনাদোলু এজেন্সি’র।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মরদেহ চাপা পড়ে আছে। যা প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল না থাকার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনে পৌঁছেছে।
একই সঙ্গে গত ২৭ মে থেকে গাজায় ত্রাণ ও খাদ্য সরবরাহে নিয়োজিত ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি সেনারা নিয়মিত হামলা চালাচ্ছে। শুক্রবার ত্রাণ নিয়ে যাওয়ার সময় পাঁচ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।
সূত্র:এমবি