অনুসন্ধান ডেস্ক ::: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও তার পূজা ভ্রমণের গল্প শেয়ার করেছেন। ঢাকায় জন্ম হলেও কলকাতার পূজার প্রতি তার রয়েছে বিশেষ আকর্ষণ। তাই এবারও দুর্গাপূজার সূচনা করেছেন কলকাতায়। পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে ঢাকার পথে ফিরেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে জয়া জানান, কলকাতায় তার পূজা কাটেছে আনন্দময়ভাবে। “রাত জেগে ঠাকুর দর্শন, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা- সবই হয়েছে। সঙ্গে ছিল পূজা পরিক্রমার সৌন্দর্যও,” বলেন অভিনেত্রী।
বাংলাদেশ ও কলকাতার পূজার মধ্যে পার্থক্য নিয়েও মন্তব্য করেন জয়া। তিনি বলেন, “বাংলাদেশেও বড়ভাবে পূজা হয়, খাওয়া-দাওয়ার আয়োজনও থাকে। তবে কলকাতার পূজার বিশেষ অনুভূতি আলাদা।”
তবে দেশের প্রতি গভীর টান থাকায় নবমীর সকালে ঢাকায় ফিরেছেন জয়া। ঢাকায় তার কম্পাউন্ডে প্রতিবছর ঘটা করে পূজা হয়, যেখানে বিশাল মণ্ডপ সাজানো হয় এবং দর্শনার্থীরা প্রতিমা দেখতে ভিড় জমান। জয়ার কাছে এই মণ্ডপে যোগ দিতে কলকাতা থেকে দ্রুত দেশে ফেরা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
জয়ার এই ভ্রমণ দেখিয়ে দিচ্ছে, দু’দেশের পূজায় সমান আবেগ থাকলেও প্রত্যেকটির নিজস্ব আনন্দ ও মাহাত্ম্য রয়েছে।