শিরোনাম :
সিলেটে উড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, ব্যাপক আতঙ্ক জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য র‌্যালী সিলেটের তিন জেলায় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, আসবেন আগের রাতেই সিলেটে সিএনজি অটোরিক্সায় ছিনতাই, গ্রেপ্তার ৩ জাফলংয়ে পেলুটারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হোন: এম এ মালিক দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শী অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির নতুন প্রজন্মের কাছেও জবাবদিহি করতে হবে-গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী ভার্থখলা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণ সিলেটে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন

সুমুদ ফ্লোটিলা আটকের কড়া নিন্দা জানাল বাংলাদেশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: গাজার ওপর অব্যাহত অবরোধ ও মানবিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মানবিক সহায়তা বহনকারী ‘সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের ৪১টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নৌবাহরটি বিশ্বব্যাপী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। কিন্তু ইসরায়েল এখনও গাজার সাধারণ মানুষকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। বাংলাদেশ সরকার অবিলম্বে আটককৃত নৌযান ও কর্মীদের নিঃশর্ত মুক্তি, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ ইসরায়েলের প্রতি পশ্চিম তীর ও গাজার অবৈধ দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ এবং গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের জনগণ ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি তাদের সংহতি পুনর্ব্যক্ত করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain