শিরোনাম :
ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে-বালাগঞ্জে খান জামাল ১৩ দিনে সিলেটে যে ভাইরাসে আক্রান্ত অর্ধশত মানুষ সিলেট মহানগর ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠান সম্পন্ন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০ শ্রমিক পরিবারকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই-মঞ্জুরুল ইসলাম আফেন্দি সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোটার হতে আবেদন করেছেন ৫৪ হাজার প্রবাসী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হতে ১০টি দেশ থেকে ৫৩ হাজার ৯০৯টি আবেদন পড়েছে। এসব আবেদন থেকে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে চার হাজার ৬৭৫টি আবেদন। তদন্ত সম্পন্ন করে অনুমোদন হয়েছে এমন আবেদনের সংখ্যা ২৪ হাজার ৭০৫টি।

সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে ৩২ হাজার ৭০৭ জনের। নির্বাচন কমিশন (ইসি) বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশন (দূতাবাস মিশন অফিস) থেকে এ কার্যক্রম সম্পন্ন করছে। ইসি সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া তদন্ত শেষে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এমন আবেদনের সংখ্যা ৬৮০টি। উপজেলায় তদন্তে রয়েছে ২৩ হাজার ৮৪৫ জনের আবেদন। সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাসে তথ্য আপলোডের অপেক্ষায় রয়েছে ৭ হাজার ৮৮৫ জনের তথ্য। আর আপলোড করা হয়েছে ২১ হাজার ৮৮১ জন প্রবাসীর তথ্য।

সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৯৩৮টি, সৌদি আরবে চার হাজার ৪৬১টি, ইতালিতে সাত হাজার ২৫০টি, যুক্তরাজ্যে ১০ হাজার ৮১৬টি, কুয়েতে চার হাজার ৪৫৪টি, কাতারে তিন হাজার ৪৬০টি, মালয়েশিয়ায় এক হাজার ১৯৬টি, অস্ট্রেলিয়ায় ৩৯২টি, কানাডায় ৮৮১টি এবং জাপানে ৭১টি আবেদন পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান, ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছে ইসি। শিগগিরই এসব দেশেও কার্যক্রম পরিচালনা করা হবে। এরই মধ্যে ইসি সচিব আখতার আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ কার্যক্রম তদারকি করতে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টিতে ভোটার নিবন্ধন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। তাদের জন্য এবার অনলাইন ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করবে সংস্থাটি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain