অনুসন্ধান ডেস্ক ::: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট শনিবার, ৪ অক্টোবর ২০২৫, চট্টগ্রামের হযরত গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অক্টোবর সেবার মাসব্যাপী অনুষ্ঠানের সুচনা করেন। খাবার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লায়ন্স জেলার কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ জিল্লুর রহমান এমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজলের সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সঞ্চলনায় উপস্থিত ছিলেন আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন হাবিবুর রহমান, লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন মিথুন বড়ুয়া। সার্বিক সহযোগিতায় লিও জেলা এবং লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট নেতৃবৃন্দের মধ্যে লিও হোসেন মো. ইমরান নিকসন,, লিও ইকলাস উদ্দীন আকিল, লিও মিরাজ উদ্দিন, লিও আব্দুল্লাহ জাহের নাজিব, লিও ফাতিন মানসিব প্রমূখ।