আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১২০০ জন ছাড়িয়েছে। সোমবার সকালে তুরস্কের পশ্চিমাঞ্চলে ৭ দশমক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে। আহতের সংখ্যা ৫ হাজারেরও বেশি।
ভূমিকম্পটি তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগির ২৩ কিলোমিটার (১৪.২ মাইল) পূর্বে, ২৪.১ কিলোমিটার (১৪.৯মাইল) গভীরতায় আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষায় (ইউএসজিএস) বলা হয়েছে, ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।
সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি (এসএএমএস) বলেছে, সিরিয়ার হাসপাতাল পুরো ভর্তি হয়ে গেছে। অন্যদিকে হোয়াইট হেলমেট দেশের উত্তর-পশ্চিমকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসাবে ঘোষণা করেছে।
গাজিয়ানটেপে বসবাসকারী সাংবাদিক এয়াদ কুর্দি সিএনএনকে বলেন, ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি ‘খুব শক্তিশালী’ কম্পন হয়েছে। ডা. মাজেন কেওয়ারা (এসএএমএস মিডল ইস্ট ডিরেক্টর বলেছেন), ভূমিকম্পের সময় আমার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। আশেপাশের সবকিছু কাঁপতে শুরু করলে ভয় পেয়ে তাদের নিয়ে গাড়িতে আশ্রয় নিয়েছি।