জকিগঞ্জে উপনির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুস সাত্তার মঈন বিজয়ী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মঈন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন।

তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ লস্কর আনারস প্রতীকে ৩ হাজার ৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী চশমা প্রতীকে ১ হাজার ৩৮৮ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আফজল হোসেন নৌকা প্রতীকে ২৬৩ ভোট পান।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রিপন হোসেন ফলাফল ঘোষণা করেন। এ ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৮২৭ এবং নারী ভোটার ৭ হাজার ৯৮২ জন ছিলেন।

চলতি বছরের ৩০ মার্চ কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন লস্কর ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর শূন্যপদে নির্বাচন উপ নির্বাচনের তফসিল ঘোষণা হয়।

এদিকে, ভোট চলাকালে মৌলভীরচক ভোটকেন্দ্রে নৌকা মার্কার কার্ড বুকে ঝুলিয়ে আনারস মার্কার সমর্থকরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট দেয়ার অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি আব্দুল হালিম নামের মোটরসাইকেল প্রতীকের এক সমর্থক মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় আনারস মার্কার সমর্থকদের হামলায় তিনি গুরুতর আহত হন। কসকনকপুর ভোটকেন্দ্রেও মোটরসাইকেল মার্কার সমর্থক ও আনাসর মার্কার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain