অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে বুধবার (৬ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব জাকির হোসেন খান এর নিকট আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে-দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, প্রকাশ্যে পানাহার বন্ধের পদক্ষেপ গ্রহণ, কীনব্রীজ এলাকা সহ নগরীর বিভিন্ন স্থানে অবাঞ্চিত মহিলাদের বিচরণ বন্ধের ব্যবস্থা গ্রহণ, সিলেট নগরীর মুসল্লীগণ সারারাত ইবাদতে মশগুল থাকেন, মসজিদগুলো রাতের বেলা জমজমাট থাকে তাই মুসল্লীদের এবং নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিশেষ করে সেহেরী ইফতার ও তারাবি নামাজের সময় নগরীর যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ, ফুটপাতগুলো জনগণের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে দিকে লক্ষ্য রাখা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, ক্বারী মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ।