শিরোনাম :
সিলেটে রাজপথে জনসভা করেছে ‘আমার বাংলাদেশ-এবি পার্টি নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে স্মরণ সভা দক্ষিণ সুরমা ২৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন: বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন নন্দিরগাওঁ ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত ব্র্যাক এনডিডি সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটে প্রেমিককে নিয়ে স্বামীকে খুন : স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা সিলেট তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদে অবৈধ দখল পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম

একুশের আলোকে নাট্য প্রদর্শনীর পর্দা নামছে আজ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত একুশের আলোকে নাট্য প্রদর্শনী শেষ হচ্ছে আজ। গত ২৭ ফেব্রুয়ারী ১০দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু হয়। সিলেট সিটি করপোরেশনের এর পৃষ্ঠপোষকতায়,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিলেট এর সহযোগিতায়
প্রতিদিন সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটক মঞ্চায়ন হয়।আজ ৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিশিষ্ট নাট্যকার বিদ্যুৎ কর রচিত ও রজত কান্তি গুপ্ত নির্দেশিত “সুখের খোঁজে সুখলাল ” নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে একুশের আলোকে নাট্য প্রদর্শনীর সমাপ্তি হবে।বিকাল চারটায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে নাট্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার জনাব আবু আহমে সিদ্দিকী, এনডিসি,সমাপনী অনুষ্ঠানে বিশেষ সন্মাননা প্রদান করা হবে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ অবদান রাখা সারদা স্মৃতি ভবন প্রতিষ্ঠাতা দাতা পরিবার কে।এছাড়াও নাটকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নাট্য পরিষদ সন্মাননা পাবেন প্রবীন নাট্যজন এডভোকেট লুৎফুল মজিদ চৌধুরী। অংশগ্রহণকারী নাট্য দল সমূহকে দেয়া উৎসব স্মারক।
একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নবম দিনে মঞ্চস্থ হয় নাটক ” আবের পাঙ্খা লৈয়া। নাটকটিতে অনেকদিন পর ফিরে আসে কোহিলউদ্দিন, ৭০ বছর বয়সে, দেশের একমুঠো মাটি নিয়ে যাবে বলে। যা থাকবে তার কবরে, আটলান্টিকের ঐ পাড়ে। শেষরাত্রিন বিজন কোলাহলে মৈকুনের কবর থেকে একদলা মাটি তুলতে গিয়ে কোহিলউদ্দিনের স্মৃতিপটে ভিড় করা দৃশ্যের অভিঘাত তাকে এক অসামান্য বোঝাপড়ার মুখোমুখি দাঁড় করায়।প্রযোজনা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ। অভিনয়ে অর্ধেন্দু দাশ, রতন দেব, অভিজিৎ দাস, ধ্রুব গৌতম, বিপ্রেশ দাশ বায়রন, সন্দীপ দেব, কাজী আলফাজ, নিখিল সিংহ, সুমাইয়া বিনতে সেলিম, মাহাদি হাসান আরমান (মুন্না), অভ্রভেদী সন্দীপ, দেবেশ তালুকদার, ইউসুফ আহমদ, স্ট্রেলা রিম ফলিয়া, তালাত মজিদ হিমেল, মো. গোলাম কিবরিয়া, সিদ্ধার্থ দে, নির্জন চন্দ্র রায় তীব্র, সুস্মিতা বিশ্বাস অথৈ,রচনা বদরুজ্জামান আলমগীর,নির্দেশনা রতন দেব,মঞ্চ পরিকল্পনা অর্ধেন্দু দাশ, আলো খোয়াজ রহিম সবুজ, আবহ সংগীত মারজান চৌধুরী,পোশাক অভিজিৎ দাস, দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনা বিপ্রেশ দাশ বায়রন, মহড়া ব্যবস্থাপনা সুমাইয়া বিনতে সেলিম, প্রযোজনা অধিকর্তা অভিজিৎ দাস, সার্বিক তত্ত্বাবধানে এনায়েত হাসান মানিক, দেবব্রত পাল মিন্টু।নাটক শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় নাট্য দল সন্মাননা জানান সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও পরিচালক অনুপ কুমার দেব। উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু।
সিলেটের নাট্যমোদী দর্শকের পদচারণায় কবি নজরুল অডিটোরিয়াম এখন মুখরিত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain