অনুসন্ধান নিউজ :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নিহত দিলু আহমদ জিলুর পরিবারের খোঁজ নিতে তার বাড়িতে যান যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
সম্প্রতি তিনি উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের বাড়িতে জিলুর রূহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি এখানে এসেছি। তিনিই আমাকে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নিতে। আপনাদের সমবেদনা জানাতে, সাহস দিতে এবং সর্বদা আপনাদের পাশে থাকার আশ্বাস দিতে।’
কেন্দ্রীয় সম্পাদক বলেন, ‘জিলু মরেনি, মানুষের বেঁচে থাকার আন্দোলনে শহিদ হয়েছে। আন্দোলন সংগ্রামে জিলুর অবদান ভুলে যাওয়ার নয়। সে বেঁচে আছে আমাদের হৃদয়ে। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।’
এসময় সাথে ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রেজাউল করিম পল, সিলেট জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদল সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট, সিলেট যুবদল নেতা বাপ্পী চৌধুরী ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম-সহ স্থানীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর (মঙ্গলবার) সিলেটের দক্ষিণ সুরমায় অবরোধের পিকেটিং করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে নিহত হন যুবদল নেতা দিলু আহমদ জিলু(৩৫)। ওই দিন বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত জিলু গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের এলাইছ মিয়ার ছেলে।